মহসীন কবির: মেট্রোরেলে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৮টায়। চলাচল শেষ হয় দুপুর ১২টায়। গেট বন্ধ করে দেয়ার পর যাত্রীরা গেট খুলে দেয়ার জন্য স্লোগান দিতে থাকেন। দীর্ঘ লাইনের শেষ দিকের দাঁড়িয়ে থাকা অনেকে ফিরে যান। এদিকে স্টেশনের সামনে রয়েছে পুলিশ মোতায়েন। পুলিশ সদস্যদের সঙ্গে রয়েছেন আনসার সদস্যরাও।
এর আগে ভোর থেকেই মেট্রোরেলের রাজধানীর আগারগাঁও স্টেশনে ভিড় জমিয়েছেন যাত্রীরা। দেখা গেছে, মেট্রোরেলের আগারগাঁও স্টেশন থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত ফুটপাতে গড়িয়েছে যাত্রীদের দীর্ঘ লাইন। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রথমদিনেই মেট্রোরেলে ওঠার জন্য তারা আগারগাঁও স্টেশনে এসেছেন। বেশিরভাগ যাত্রী পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে প্রথম দিনেই মেট্রো ট্রেনে চড়ে তাদের স্বপ্ন পূরণ করতে চান। ট্রেন ছুটে আসলেই লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা সেলফি তুলেছেন। সময় ও ৭১টিভি
আপনার মতামত লিখুন :