শিরোনাম
◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী ◈ অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না ◈ আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২২, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিটাগং ট্রাভেল মার্টের টাইটেল স্পনসর এয়ার অ্যাস্ট্রা

এয়ার অ্যাস্ট্রা

মনজুর এ আজিজ : দেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা আসন্ন চিটাগং ট্রাভেল মার্টের টাইটেল স্পনসর হিসেবে সার্বিক সহায়তা প্রদান করবে। এজন্য বুধবার (১৪ ডিসেম্বর) এয়ার অ্যাস্ট্রার প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী ইমরান আসিফ।

ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত তিন দিনব্যাপী ১৩তম এই পর্যটন মেলা চট্টগ্রামের দ্য পেনিনসুলা চিটাগং হোটেলে আগামী ৫ থেকে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে ৫ জানুয়ারি পর্যটন মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলম।

দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সি, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইত্যাদি পর্যটন মেলায় তাদের পণ্য ও সেবা উপস্থাপন করবে। মেলা চলাকালীন ভিজিটরদের জন্য অংশগ্রহণকারীদের পক্ষ থেকে এয়ারলাইন টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুমের ওপর বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় বিভিন্ন অফার দেওয়া হবে। এয়ার অ্যাস্ট্রা-চিটাগাং ট্রাভেল মার্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এমএএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়