শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২, ০৫:১১ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২২, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন মহিউদ্দিন রনি

মহিউদ্দিন রনি

শাহীন খন্দকার: যাত্রী হয়রানি বন্ধসহ রেলের যাত্রীসেবা উন্নয়নে মহিউদ্দিন রনির ছয় দফা বাস্তবায়ন দুই বছরের সম্ভব নয় বলে রনিকে জানিয়ে দিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ বৃহস্পতিবার (১৩অক্টোবর) রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের আমন্ত্রণে রেল ভবনে এসেছি বলে জানিয়েছেন রনি। উদ্দেশ্য রেলের নানা সমস্যা ও সমাধানের বিষয়ে মন্ত্রীর সাথে আলাপ। এসময় রেলমন্ত্রী রনিকে তার চেয়ারে বসে সমস্যা সমাধানের চ্যালেঞ্জ দিলে রনি তা গ্রহণ করেন। নিউজ ২৪

কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করার পরপরই এ বিষয়ে আর কথা বলেননি মন্ত্রী। এসময়ে রনি বলেন,মন্ত্রীর চেয়ারে বসে সমস্যা সমাধানের চ্যালেঞ্জ গ্রহণ করলে মন্ত্রী অন্যদিকে বক্তব্য ঘুরিয়ে নিয়ে গেছেন। আগামী পহেলা নভেম্বর পর্যন্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ শেষে ফের অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও দীর্ঘ বৈঠক শেষে জানান মহিউদ্দিন রনি।

তিনি বলেন, রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালক আমাকে রেলের যাত্রীসেবা ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে ডেকেছেন। রনি বলেন, রেলের বর্তমান পরিস্থিতি ও গত তিন মাসে কতটুকু পরিবর্তন হলো তা নিয়েই কথা বলবো। তবে  তিন মাসে তেমন পরিবর্তন দেখিনি বলে জানিয়েছেন মহিউদ্দিন রনি। সময় টিভি 

উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন এ শিক্ষার্থী। পরে তাকে রেলওয়ের অংশীজন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

এসকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়