শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২, ০৪:২৩ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২২, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দূরত্ব পরিমাপ করে নতুন বাস ভাড়া নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব পরিমাপ করে নতুন বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই রুটে নতুন নির্ধারিত ভাড়া হবে ৫৫টাকা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে বুধবার (১৭ আগস্ট) এই পথের দূরত্বে পরিমাপ করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সরকার। এ সময় বাড়তি ভাড়াও কিলোমিটার প্রতি ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করে দেওয়া হয়।

কিন্তু নারায়ণগঞ্জের বাস মালিকরা, নারায়ণগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ২৩ কিলোমিটার দাবি করে ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা ভাড়া নির্ধারণ করেন।

তবে, পথটির দূরত্ব ১৯ কিলোমিটারের বেশি নয় দাবি করেন সাধারন যাত্রীরা। এনিয়ে চরম ক্ষোভ আর সমালোচনার মুখে বাস মালিকরা আরও ৫ টাকা কমিয়ে ভাড়া ৬০টাকা করেছিলেন।

গত ১৪ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও বি আরটি এর প্রতিনিধিদের সম্মিলিত টিম দিয়ে সরেজমিনে ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব পরিমাপের সিদ্ধান্ত গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এ নিয়ে কমিটিও করে দেওয়া হয়। ১৭ আগস্ট সরেজমিনে পরিদর্শন করে দূরত্ব নির্ধারণ ও ভাড়া ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ইসমত আরা জানান, সেই পরিদর্শন টিম নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ১৯.৯ কিলোমিটার ও ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসার পথে ২১.২০ কিলোমিটার দূরত্ব নির্ধারণ করেন।

সেই হিসাবে গড়ে ২০.৫৫ কিলোমিটার নির্ধারণ করা হয়। ২ টাকা ৪০ পয়সা হিসেবে হয় ৫০ টাকা আর ফাইওভারের টোল নিয়ে হয় ৫৫ টাকা।

এ ভাড়া বুধবার থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এর ব্যতিক্রম হলে নির্ধারিত মোবাইল টিমের তদারকিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়