শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ০৯:৫৬ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

ট্রেন

হাসিব খান, গাজীপুর: গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি বগি উল্টে এবং তিনটি  যাত্রীবাহী বগি লাইনচ্যুতের ১১ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 
 
এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে ওই কমিটি। সোমবার (১৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের চীফ মেকানিক্যাল কুদরত-ই খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল রুটের ধীরাশ্রম এলাকায় ট্রেনের তিনটি বগি উল্টে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে।

রেলওয়ের পশ্চিম জোনের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কুদরত-ই-খোদা জানিয়েছেন, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়েই যাত্রীরা আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় আহত শান্তু নূর (২০), মেহেদী হাসান (২২), ইজাজ নাকিব নূর (১৭), আহসান হাবিব (২০), ফাহিম (১৯), সামি (২০), জাকিয়া সুলতানা (২৩), রোকেয়া (১৯) এবং মল্লিকা ঘোষকে (২৫) হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে জাকিয়া, রোকেয়া ও ফাহিমকে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ট্রেনের যাত্রী। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়