শিরোনাম

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২২, ০৯:৩৫ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২২, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার ঘোষণার আগেই বাসের ভাড়া বেশি নিচ্ছে বিআরটিসি

মহসীন কবির: বিআরটিসি বাসের কন্ট্রাকটাররা বাসের ভাড়া বেশি নিচ্ছে। এক পর্যায়ে কন্ট্রাকটারদের সঙ্গে যাত্রী বাকবিতণ্ডা হয়। শনিবার সকাল কলেজগেট, ফার্মগেট ও সাতরাস্তায় এমন চিত্র দেখা গেছে। কন্ট্রাকটাররা ১০ টাকার ভাড়া ১৫ টাকা নিচ্ছে। তেলের দাম বৃদ্ধির কারণে অন্যান্য বাসও রাস্তায় কম দেখা গেছে। অনেক বাস আগের ভাড়া নিলেও চাচ্ছে বেশি ভাড়া। 

কাসেম নামের এক যাত্রী বলেন, সরকার যা ইচ্ছা তাই করতেছে, একসঙ্গে এত টাকা না বাড়ালেও পারতো। ধাপে ধাপে বাড়াতে পারতো। এসব তেল আমদানি করতে হয় না সেটার দাম কেন বাড়লো।  

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) পরিশোধিত এবং আমদানি/ক্রয় করা ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা প্রতি লিটার, কেরোসিন ১১৪ টাকা প্রতি লিটার, অকটেন ১৩৫ টাকা প্রতি লিটার ও পেট্রোল ১৩০ টাকা প্রতি লিটার র্নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়