শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২, ১০:২৪ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২২, ১০:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতু হওয়ায় প্রতি সপ্তাহেই গ্রামে যান শিবচরের মানুষ

পদ্মা সেতু

নাহিদ হাসান: প্রায় এক মাসের বেশি হলো পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। এর ফলে মাদারীপুরের শিবচরবাসীর রাজধানী ঢাকা হয়ে উঠেছে খুবই কাছের দূরত্ব। ফলে রাজধানীতে কর্মরত সেখানকার মানুষ ছুটির দিন এলেই নিয়মিত ফেরেন গ্রামে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ছুটি শেষে আবারও ফিরে যান কর্মস্থলে।

এর আগে বাড়ি ফিরতে নৌপথের ভোগান্তির পাশাপাশি লাগত দীর্ঘ সময়। যাদের নিজস্ব গাড়ি রয়েছে, তাঁরাও ফেরিঘাটের অসহনীয় ভোগান্তির কথা চিন্তা করে দীর্ঘদিন পর পর বাড়ি আসতেন। অথচ সেতু চালুর পর সময় পেলেই তাঁরা বাড়ি আসতে-যেতে পারছেন। এতে গ্রামের সঙ্গে শহুরেদের আত্মিক টানও বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবারের ছুটিতে শিবচরের বিভিন্ন গ্রামে আসা বেশ কয়েকজনের সঙ্গে আলাপ করে এই অভিব্যক্তি জানা গেছে। ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন আজিজুল হক ওয়াসিম।

সপ্তাহান্তে বাড়িতে আসা নিয়ে তিনি বলেন, ‘শিবচর থেকে ঢাকার দূরত্ব ৬০-৬৫ কিলোমিটার। ১ ঘণ্টায় পৌঁছানো যায়। সেতু চালুর আগে রাজধানীর সঙ্গ আমাদের যোগাযোগের বড় বাধা ছিল পদ্মা নদী। নদী পার হতে লঞ্চ, ফেরিতে দেড়-দুই ঘণ্টা ব্যয় হতো। রাতে নদী পার হওয়ার বিষয়টি ছিল অকল্পনীয়! ফলে ইচ্ছা করলেই বাড়ি ফেরা হতো না। কেবল দুই ঈদেই বাড়ি ফিরতাম।’

ওয়াসিম জানান, আগে কেবল সময়ই বেশি লাগত না, খরচও বেশি হতো। এখন আগের তুলনায় সময় এবং খরচ দুটোই কম লাগছে। এখন ঢাকা থেকে ২০০-২৫০ টাকা হলেই শিবচরে এসে নামা যায়। আবার ঢাকায় ফেরার সময় অনেক বাসই মাত্র ২০০ টাকা হলেই নিয়ে যায়।

বদরুল আলম চৌধুরী নামের এক ব্যবসায়ী বলেন, ‘গ্রামের সঙ্গে টান বাড়ছে। আমরা এখন মন চাইলেই গ্রামে চলে আসতে পারছি। দুই-এক দিন কাটিয়ে আবার ঢাকায় যাচ্ছি। সব মিলিয়ে অন্যরকম এক প্রশান্তি। পদ্মা সেতু যে কত বড় পরিবর্তন নিয়ে এসেছে, তা বলে শেষ করা যাবে না।' 

একাধিক বাসচালক জানান, প্রতি শুক্রবারই যাত্রীদের চাপ থাকে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত বাড়ি ফেরা যাত্রীদের সংখ্যা বেড়ে যায় অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণ। মূলত পদ্মা সেতুর ফলে বাড়ি ফিরতে কোনো ঝামেলা না থাকায় প্রতি সপ্তাহে শিবচরসহ আশপাশের এলাকার মানুষ বাড়ি ফিরছে নিয়মিত। 

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘পদ্মা সেতুর ফলে দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তি দূর হয়েছে। এখন দক্ষিণাঞ্চল বিশেষ করে শিবচরের মানুষ প্রতি সপ্তাহে বাড়ি আসতে পারছে। শুক্রবার ঘরমুখো মানুষের চাপও থাকে মহাসড়কে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়