শিরোনাম
◈ ২৯ মিলিয়ন ডলার নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পর্কে যা জানাগেল ◈ ধর্মীয় উসকানিতে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ স্টারলিংক বন্ধের গুঞ্জন নিয়ে যা বললেন ইলন মাস্ক! ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ◈ সৌদি প্রো লিগে আল হিলালকে ৪-১ গোলে হারালো বেনজেমার ইত্তিহাদ ◈ ছাত্রদের নতুন দলই নিয়ে ব্যাপক জল্পনা, সম্ভব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’, ঘোষণা শিগগিরই  ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রবাসী শিক্ষানুরাগীর যে ৬ প্রস্তাব দিলেন ◈ লা লিগায় লাস পালমাসকে হারালো বার্সেলোনা ◈ ভারত-পাকিস্তান মহারণ বিকালে, ধর্মগুরু বলছেন পাকিস্তান জিতবে  ◈ বাংলাদেশে আসছে ২৫ হাজার টন চাল বোঝাই পাকিস্তানি জাহাজ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনাক্ত হচ্ছে অপরাধে যুক্ত যানবাহন

অতিরিক্ত গতিতে চললেই অটো মামলা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেন্সরযুক্ত এআই ক্যামেরা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ২৫০ কিলোমিটার বিস্তৃত এই রাস্তার উভয় পাশে স্থাপন করা হচ্ছে ১ হাজার ৪২৭টি সেন্সরযুক্ত ক্যামেরা। এই ক্যামেরায় এক মাস পর্যন্ত ফুটেজ সংরক্ষণ থাকবে। যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি নির্দিষ্ট গতিসীমা ক্রস করলেই অটো মামলা হয়ে যাবে। মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন বন্ধ, দুর্ঘটনা কমাতে এবং শৃঙ্খলা ফেরাতে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে। হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে বৃহত্তর একটি ডাটা সেন্টার, পাঁচটি কন্ট্রোল রুম ও ১৬টি চেকপোস্টের মাধ্যমে এটি নিয়ন্ত্রিত হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সংযুক্তি হলেই এআই প্রযুক্তির সুফল পেতে শুরু করবে জনগণ।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এআই প্রযুক্তিতে অটোমেটিক নম্বর প্লেট শনাক্তকরণ, যানবাহনের গতিপথ নির্ধারণ, হাইস্পিড ডিটেকশন ও ট্রাফিক আইন লঙ্ঘনকারী যান দ্রুত শনাক্ত করা যাবে। শক্তিশালী ক্যামেরায় অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায়ও রাস্তায় চলাচলরত যানবাহনের নম্বর প্লেটের স্পষ্ট ছবি ধারণ ও সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে। যানজটসহ কোথাও কোনো ঝামেলা বা অপরাধের কারণে লোকসমাগম বেশি হলে মনিটরিং সেলে আগাম সংকেত চলে আসবে। আইন অমান্য করার পর পুলিশ না ধরলেও সমস্যা নেই। মামলার তথ্য চলে যাবে যানবাহনের মালিকের ঠিকানা ও মোবাইল ফোনে। মহাসড়কে কোনো যানবাহন অপরাধ করে পার পাবে না। উন্নত বিভিন্ন দেশে এভাবেই যানবাহনের অপরাধ নিয়ন্ত্রণ করা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে ঢাকা, গাজীপুর, কুমিল্লা, দাউদকান্দি ও চট্টগ্রামে জোন করা হয়েছে। ২৫০ কিলোমিটারজুড়ে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ পর্যায়ে আছে। ১ হাজার ৪২৭টি সিসি ক্যামেরার মধ্যে ১ হাজার ২০০-এর অধিক ক্যামেরা বসানো হয়েছে। বাকিগুলো চলতি বছরের জুনের মধ্যে বসানো শেষ হবে।

এসবের মধ্যে লং ভিশন ক্যামেরা ১৬টি, ৪এমপি পিটিজেড ডোম ক্যামেরা ৪৭১টি, বুলেট ক্যামেরা ৯২৪টি ও চেক পয়েন্ট ক্যামেরা ১৬টি। বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ পাওয়ার সিস্টেমসহ ৪৯০টি স্থানে ভিডিও সাইটপোল থাকবে। নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে অবস্থিত ৫.৩০ টেটাবাইট সম্পন্ন একটি সেন্ট্রাল কমান্ড কন্ট্রোল সেন্টার, পাঁচটি মনিটরিং সেন্টার, ৫ পেটাবাইটের ডেটা সেন্টার, ডেটা সেন্টারের মডিউলার সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম, ভিডিও ম্যানেজমেন্ট সিস্টেম, ভিপিও অ্যানালাইসিস সিস্টেম ও অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন সিস্টেম রয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. বরকতুল্লাহ খান জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে যে কোনো যানবাহন সার্চ করে বের করা যাবে। এই প্রযুক্তিতে নম্বর প্লেট, গাড়ির রং বা গাড়ির যেকোনো চিহ্ন দিয়েও যানবাহন শনাক্ত করা যাবে। অবৈধ পার্কিং, এলোমেলো লেন পরিবর্তন, তিনজন আরোহন বা হেলমেটবিহীন মোটরসাইকেলও শনাক্ত এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ইতোমধ্যে ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি, হত্যাকান্ডে দুটি, চুরিতে সাতটি, দস্যুতায় দুটি, ছিনতাইয়ে তিনটি গাড়ি এবং সড়ক দুর্ঘটনায় জড়িত ১৮টি গাড়ি শনাক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা জানান, বিটিসিএলের অপটিক্যাল ফাইবারে সংযুক্ত এআই প্রযুক্তির ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২৪ ঘণ্টা হাইওয়ে পুলিশের নজরদারিতে থাকবে এবং যানবাহনের অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে। চলতি বছরের জুনের মধ্যে এডিপির অর্থায়নে নির্মিত এই প্রজেক্টের কাজ সম্পূর্ণ শেষ হবে। বিআরটিএর সংযোগ পেলেই ডিজিটাল অটোফাইন সিস্টেম চালু হবে। সূত্র : বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়