শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের সামনে যে ছয়টি বড় চ্যালেঞ্জ ◈ সেনা সদস্যরা ঘিরে রেখেছে বরিশালে সাবেক চিফ হুইপ হাসানাতের বাড়ি ◈ এবার ধানমন্ডি ৩২ নিয়ে সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস ◈ হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের ম্যুরাল ◈ ভাঙা হল শেখ মুজিবের বাড়ি, ধানমন্ডি ৩২ এখন ধ্বংসস্তূপ (ভিডিও) ◈ এবার হাসিনার বাসভবন সুধা সদনে আগুন (ভিডিও) ◈ কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন: জামায়াত আমিরের আহ্বান ◈ শেষ ওভারের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে কাঁদিয়ে চিটাগং কিংস ফাইনালে ◈ শহীদ তাজউদ্দীন নার্সিং কলেজে বহিরাগতদের হামলায় ৫০ শিক্ষার্থী আহত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৩ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

টিকিট সিন্ডিকেটের কবর রচনা করতে হবে: বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক : ওমরাহ ও হজ টিকিট সিন্ডিকেটের কবর রচনা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন হজ এজেন্সী এসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দীতাকারী বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জোটের নের্তৃবৃন্দ। মঙ্গলবার রাতে নয়া পল্টনস্থ একটি হোটেলে বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জোট আয়োজিত হজ ব্যবস্থাপনা ও হজ লাইসেন্স মালিকদের ভবিষ্যৎ কোনপথে শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জোট নেতারা বলেন, হজ ও ওমরাহ টিকিটের উচ্চ মূল্য বৃদ্ধির সাথে জড়িতে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজযাত্রায় থার্ড ক্যারিয়ার চালু করতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে হজ এজেন্সির মালিকদের পাওনা ৩ হাজার বারকোর্ড চুরি এবং হাব পল্লীর দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ৬৫ হাজার টাকার ওমরাহ টিকিটের দাম এখন দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে। সাউদিয়া এয়ারলাইন্স শিডিউল ফ্লাইট যোগে হজযাত্রী পরিবহন করলে ১ লাখ টাকার বেশি ভাড়া দেয়া হবে না। 

সংগঠনের আহবায়ক আখতার উজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাব বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জোটের প্যানেল প্রধান এম এ রশিদ শাহ সম্রাট। জোটের সদস্য সচিব মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সচেতন বায়রার আহবায়ক মোশাররফ হোসেন, বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ, ক্বারী গোলাম মোস্তফা, নাজিম উদ্দিন, আবু তাহের ও কামরুজ্জামান। 

এম এ রশিদ শাহ সম্রাট বলেন, হজযাত্রীদের ভোগান্তি লাঘবে রুট-টু-মক্কা বাতিল করতে হবে। হজ টিকিটের তিনগুন মূল্য বৃদ্ধির সাথে জড়িত হাবের সাবেক সভাপতিসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওমরাহ ও হজ টিকিটের সিন্ডিকেটের কবর রচনা করতে কার্যকরী উদ্যোগ নিতে হবে। হজ এজেন্সির মালিকদের মাল্টিপোল হজ ভিসা চালু করতে হবে। হাব পল্লীর দুর্নিিতবাজদের বিচার এবং হাজীদের ভোগান্তি লাঘবে রুট-টু-মক্কা বাতিল করে সর্বোচ্চ ৩০০ হজ কোটা নির্ধারণ করতে হবে। তিনি হাব বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জোটের পূর্ণ প্যানেলকে বিজয়ী করার অনুরোধ জানিয়ে প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়