শিরোনাম
◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস‍্যদের সরিয়ে নিতে আইনি নোটিশ

মাসুদ আলম: এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব ফিরিয়ে দিতে সরকার সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, বিমান বাহিনীর প্রধানসহ ৮ জনকে এ নোটিশ দেওয়া হয়েছে।  

রবিবার (১২ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্ল‍্যাহ মিয়া এ নোটিশ পাঠান।   

নোটিসে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব ফিরিয়ে দিতে বলা হয়েছে। একইসঙ্গে বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহার, বিমান বাহিনীর সদস‍্য কর্তৃক গত ৮ জানুয়ারি নরওয়ের নাগরিক সাঈদ উদ্দিনকে হেনস্তার ঘটনা তদন্ত, স্বর্ণ, মাদক ও মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরের ভেতর ও বাইরে বিশেষ নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।

নোটিস পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়