শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২২, ০৩:০৩ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২২, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা থেকে ৬৩ জেলায় বিআরটিসি বাস চালুর দাবি 

বিআরটিসি

মাসুদ আলম: গণপরিবহনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে এবং জনদুর্ভোগ লাঘবে রাজধানীর সঙ্গে দেশের অন্য ৬৩ জেলার সরাসরি বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এ দাবি জানান।

স্বপ্নের পদ্মা সেতুর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় সবার আগে এ সেবা চালুর ওপরও গুরুত্বারোপ করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু চালু হওয়ায় এবার সড়কপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মাত্রাতিরিক্ত চাপ পড়ে। এতে যানবাহন সংকট দেখা দেয়। অন্যদিকে অনলাইনে ও সরাসরি আগাম ট্রেনের টিকিট না পাওয়া এবং ট্রেনের সীমাহীন শিডিউল বিপর্যয়ের কারণে বঙ্গবন্ধু সেতু হয়ে সড়কপথে উত্তরবঙ্গগামী মানুষের চাপ অনেক বেড়ে যায়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলগামী যানবাহনের তীব্র সংকটের সুযোগে এক শ্রেণির বাস মালিক যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার দেড় থেকে সর্বোচ্চ আড়াইগুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করে।

বিবৃতিতে আরও বরা হয়, প্রত্যেক ঈদের আগে ঘরমুখো ও ঈদ শেষে ফিরতি যাত্রায় লাখ লাখ মানুষকে জিম্মি করে গলাকাটা ভাড়া আদায় করা হলেও এ নৈরাজ্য বন্ধে বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যত ব্যর্থ। অন্যদিকে সাধারণ মানুষের টাকায় এক শ্রেণির প্রভাবশালী পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পকেট ভারী হচ্ছে। বাড়তি ভাড়া আদায় ও জনদুর্ভোগ শুধু ঈদ মৌসুমেই নয়, সারা বছরই। বিভিন্ন সড়কে বিশেষ করে আন্তঃজেলা ও দূরপাল্লার সড়কে যানবাহন সংকট থাকে এবং সেবার মানের চেয়ে বেশি ভাড়া আদায় করা হয়।

জাতীয় কমিটি মনে করে, এক শ্রেণির অসাধু পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের ভাড়া নৈরাজ্য বন্ধসহ গণপরিবহন খাতে বিরাজমান বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ঢাকা থেকে অন্য ৬৩ জেলার সঙ্গে সরাসরি বিআরটিসির বাস সার্ভিস চালু অপরিহার্য হয়ে পড়েছে। জনস্বার্থে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়