ঢাকার যানজট নিরসনে নানা উদ্যোগ নেয়া হয়েছে। মেট্রোরেল, ফ্লাইওভার, ওভারপাস এবং এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। এসবের সঙ্গে নতুন সংযোজন হবে পাতাল রেল।
রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল মেট্রোরেল। পাতাল ও উড়াল পথ মিলিয়ে এমআরটি লাইন ওয়ানের মোট দৈর্ঘ্য সোয়া ৩১ কিলোমিটার। এর রয়েছে দুটি রুট। মূল রুটটি বিমানবন্দর থেকে কমলাপুর যাবে। যার দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। এই রুটে ১২টি পাতাল স্টেশন থাকবে। স্টেশনগুলো হলো কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল পূর্ব, বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নদ্দা, খিলক্ষেত, বিমানবন্দর টার্মনাল-৩ ও বিমানবন্দর।
এই রুটে যাত্রীদের জন্য নতুন বাজার স্টেশনে রেল পরিবর্তনের ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে কমলাপুর রুটের যাত্রীরা সহজে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুটের যাত্রীরা সহজে কমলাপুর রুটে যেতে পারেন। সূত্র :টিবিএস নিউজ
আপনার মতামত লিখুন :