শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২২, ১০:১৮ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২২, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের নিলামে ৩৪ বিলাসবহুল গাড়ি ৯ কোটিতে বিক্রি

চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদন, চট্টগ্রাম কাস্টমসের নিলামে বিক্রি হলো ৩৪টি বিলাসবহুল গাড়ি। ৩৪টি গাড়ির বিক্রয়মূল্য ৯ কোটি ২৮ লাখ ২ হাজার ২০০ টাকা। এসব গাড়ির মধ্যে রয়েছে নিলামে বিক্রি হওয়া গাড়ির মধ্যে মার্সিডিজ, বিএমডব্লিউ, জাগোয়ার, টয়োটা ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, মিতসুবিশি, ফোর্ড, লেক্সাস ব্রান্ডের গাড়ি রয়েছে।

তবে ১০ শতাংশ অগ্রিম আয়কর বাবদ ৯২ লাখ ৮০ হাজার ২২০ টাকা এবং সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ ৬৯ লাখ ৬০ হাজার ১৬৫ টাকাসহ মোট মূল্য দাঁড়ায় ১০ কোটি ৯০ লাখ ৪২ হাজার ৫৮৫ টাকা।

অগ্রিম আয়কর ও মূল্য সংযোজন করসহ প্রতিটি গাড়ির গড় বিক্রয় মূল্য ৩২ লাখ ৭ হাজার ১৩৪ টাকা।

বৃহস্পতিবার (৭ জুলাই) ৩৪টি গাড়ি বিডারের হাতে তুলে দেওয়ার তালিকা চূড়ান্ত করে কাস্টমস হাউস।

কার্নেট ডি প্যাসেজ সুবিধায় বন্দরে আনা গাড়ির মধ্যে ১০৮টি নিলাম দেয় কাস্টমস হাউস। এ গাড়িগুলোর মধ্যে ১০৪টি গাড়ির সর্বোচ্চ মূল্য তালিকা প্রকাশ করেছিল কাস্টমস। এরমধ্যে ৩৪টি গাড়িই সর্বোচ্চ মূল্যদাতারা পাচ্ছেন। বাকি গাড়ির সর্বোচ্চ মূল্য কাস্টমসের মনপুত না হওয়ায় দরদাতারা পাচ্ছেন না। 

নিলামে বিক্রি হওয়া গাড়ির মধ্যে মার্সিডিজ, বিএমডব্লিউ, জাগোয়ার, টয়োটা ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, মিতসুবিশি, ফোর্ড, লেক্সাস ব্রান্ডের গাড়ি রয়েছে।

গাড়িগুলোর সর্বোচ্চ দরদাতার অনুকূলে ৬ জুলাই ডেলিভারি অর্ডার (ডিও) জারি করা হয়েছে।
গাড়িগুলো নিলামে বিক্রির লক্ষ্যে কাস্টম হাউস নিজস্ব উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পারমিট (সিপি) সংগ্রহ করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার বলেন, ‘আমদানি নীতি আদেশের শর্ত পরিপালন, মামলার তথ্য যাচাই, শুল্কায়ন শাখার অনাপত্তি সাপেক্ষ ৩৪টি গাড়ির বিক্রয় আদেশ জারি করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়