শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২২, ০৪:০৬ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাবতলী-মহাখালীতে ঘরে ফেরা মানুষের উপচেপড়া ঢল 

বাস

শাহীন খন্দকার: আর মাত্র একদিন পর কোরবাণীর ঈদ। ঈদ উৎসবে বাড়ীর টানে আপনজনদের সঙ্গে ঈদ করতে রাজধানীর বাস-ট্রেন-লঞ্চ স্টেশনগুলোতে মানুষের ঢল নামে। অন্যান্য বারের মত এবারও চিত্র আগের মতোই। 

ঈদ আসলেই মানুষ নাড়ির টানে বাড়ি ফেরা প্রহর গুনতে থাকে। শুক্রবার (৮ জুলাই) রাজধানীর গাবতলীসহ মহাখালীতে বাড়িফেরা মানুষের উপচে পড়া ঢল লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা গেছে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গাড়ি পাচ্ছে না অনেকে।

গাবতলীর যাত্রীরা গাড়ি সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। রাজধানীর মীরপুরে গার্মেন্টসে চাকুরি করেন রুবেল বাড়ী নড়াইলে।

তিনি বলেন, আমি কয়েকদিন ধরে সর্দি-জ্বরে ভুগছি করোনাও নেগেটিভ এসেছে। প্রথমতো ভাবছিলাম বাড়িতে যাব না, করোনা নেগেটিভ হওয়াতে বাড়ি যাচ্ছি। কারণ বাড়ীতে বৃদ্ধ বাবা-মায় রয়েছে যাই। কিন্তু গাবতলীতে এসে কোন গাড়ি পাচ্ছি না।

রুবেল বলেন, লোকাল কয়েকটা গাড়ি আসছে, কিন্তু ভাড়া চাচ্ছে ৫০০ টাকা করে। স্বাভাবিক সময়ে গাবতলী থেকে পাটুরিয়া যেতে ২০০ টাকা লাগে। কিন্তু এখন গাড়ি না থাকায় অতিরিক্ত ভাড়া চাচ্ছে সবাই।

শিপ্লু বলেন, আমার নিজের বাইক থাকলেও বাইক ছাড়া বাড়ি যেতে হচ্ছে। অতিরিক্ত ভাড়া চাচ্ছে সবাই। কৃত্রিম গাড়ি সংকট তৈরি হয়েছে গাবতলীতে। আমি সকাল ৭টায় এসে এখনও কোন গাড়ি পাইনি। গাবতলীর অবস্থা খুব খারাপ আজ। মানুষ আর মানুষ। ঢাকার বাইরের ও ঢাকার কোন গাড়িই পাওয়া যাচ্ছে না।

দুই শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে সিরাজগঞ্জে যাবেন গাবতলীর দিয়াবাড়ী এলাকার বাসিন্দা আক্তার হোসেন। তিনি বলেন, এমন অবস্থা হবে ভাবিনি। গতকাল রাতে ডিউটি শেষ করে শুক্রবার সকালে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। একটা বিআরটিসিতে উঠেছিলাম, একটু পর জানাইল তারা যাবে না।

সিরাজগঞ্জে সরাসরি যাওয়ার কোনো গাড়ি পাচ্ছি না। এখন আরিচায় যাওয়ার চেষ্টা করছি। গাড়ি নেই, এভাবে বাচ্চাদের নিয়ে কীভাবে যাব বুঝতে পারছি না।

গাবতলী পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক (টিআই) কামরুল ইসলাম বলেন, সকাল থেকে মানুষ আর গাড়ি সমানে সামলাতে হচ্ছে। গাড়ি না পেয়ে রাস্তায় মানুষ ভিড় করায় তাদের সরাতে হচ্ছে। মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করছেন কি না, জানতে চাইলে টিআই কামরুল বলেন, ঢাকার বাইরে যাওয়া মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার জন্য আমাদের আলাদা টিম রয়েছে।

মহাখালী বাস টার্মিনালেও একই অবস্থা গাড়ী নেই। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. শাহিন। তিনি বলেন, গতকাল শেষ অফিস ছিল। আজ ছুটি শুরু হয়েছে। আগে টিকিট কেটে রাখিনি। কাউন্টারে কোনো বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। কোনো বাস বা অন্য কোনো গাড়িতে যাওয়ার চেষ্টা করব। টার্মিনারে একটি সুত্রে জানা গেছে গাড়ীর মালিকেরা বেশী টাকায় রির্জাভে গাড়ি টিপ দিচ্ছে আন্তজেলা ও উপজেলায়।

সুত্র আরো জানিয়েছে, রাজধানীতে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত মানুষেরা আগেই গাড়ি রির্জাভ করে রাখাই রাজধানীতে গাড়ী সংকট দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়