শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২২, ০৩:৫১ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরি দিয়ে বাইক পারাপারের উদ্যোগ

ফেরি- বাইক

ডেস্ক রিপোর্ট: বিশেষ বিবেচনার কারণে ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপারের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি কখন ছাড়বে তা বলা যাচ্ছে না। ঘাট এলাকায় মোটরসাইকেল জড়ো হয়েছে। ফেরি ভরে গেলেই ছেড়ে দেয়া হবে।

বিষয়টি জানিয়েছেন, বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ।

বিশেষ বিবেচনার কারণে ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপারের উদ্যোগের কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

কুঞ্জলতা নামের ফেরিটির শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা আছে। তবে কখন ছাড়বে তা জানায়নি বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, বিশেষ বিবেচনার কারণে ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপারের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি কখন ছাড়বে তা বলা যাচ্ছে না। ঘাট এলাকায় মোটরসাইকেল জড়ো হয়েছে। ফেরি ভরে গেলেই ছেড়ে দেয়া হবে।

২৫ জুন পদ্মা সেতু চালুর কারণে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে বন্ধ করে দেয়া হয় যাত্রীবাহী পরিবহন পারাপারকারী ফেরি। তবে সেতু উদ্বোধনের পরের দিন সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। সেতু দিয়ে ঈদের আগে আর বাইক চলাচলের সুযোগ দেয়া হবে না বলেও জানানো হয়। এরপর দুর্ঘটনা রোধে এবারের ঈদযাত্রায় মহাসড়কেই বাইক চলাচলে নিষেধাজ্ঞা দেয় সরকার।

তবুও থেমে নেই ঈদযাত্রায় মহাসড়কে বাইক চলাচল। সেতুতে বাইক চলাচল বন্ধ থাকায় অনেকেই ইঞ্জিনচালিত নৌকায় বাইক নিয়ে পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা।

শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ার ৩ নম্বর ঘাটে বাইক নিয়ে অপেক্ষা করতে দেখা যায় বেশ কিছু বাইকারকে। সূত্র: নিউজ বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়