শিরোনাম
◈ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা ◈ ৪৩ লাখ কার্ড বাতিল হয়নি, যে ব্যাখ্যা দিলেন টিসিবির মুখপাত্র ◈ চূড়ান্ত সিদ্ধান্ত, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ◈ ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি ◈ প্রত্যেককে একটি ম্যাসেজ দিতে হবে, ভোট হতে হবে, কোনো আপস নাই : তারেক রহমান  ◈ বলপূর্বক অন্তর্ধানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিশনকে সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার ◈ কুমিল্লায় সাবেক এমপি বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ গ্রেপ্তার ২ ◈ নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের ◈ ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা : মির্জা ফখরুল ◈ শেখ হাসিনাকে গণভবনে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা উচিৎ ছিল : মাসুদ সাঈদী

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৮:২০ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগেই রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল

রেলগাড়ি

শাহীন খন্দকার: রংপুর এক্সপ্রেস ট্রেনের ৯ ও ১১ জুলাইয়ের আপ-ডাউন যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের লালমনিরহাট বিভাগে কর্মকর্তাদের মধ্যে নন-মুসলিম কর্মচারী না থাকায় ট্রেনটির দুইদিনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। এর আগে রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) (পশ্চিম) মো. আব্দুল আওয়াল নির্দেশনা দেন।

নিদের্শনায় বলা হয়, ঢাকা রেল ভবনের মহাপরিচালকের সূত্রে জানানো যাচ্ছে যে, লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন-মুসলিম রানিং কর্মচারী না থাকায় আগামী ৯ জুলাই ৭৭২ নং রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর-ঢাকা রুটে এবং ১১ জুলাই ৭৭১ নং রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-রংপুর রুটে চলাচল করবে না।

রেল কর্তৃপক্ষ আরো জানায়, রংপুর থেকে ট্রেনটি রাতে ছাড়ে। যার ফলে ওই দিন ঢাকায় আসার কোনো প্যাসেঞ্জার হবে না। ঢাকায় এসে ১০ তারিখ (ঈদের দিন) ট্রেনটি বন্ধ থাকবে। নন-মুসলিম কোন কর্মকর্তাও নেই, এটা নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই একটি ট্রেন চালানোর জন্য ওই লাইনের কোন কর্মকর্তা ছুটি পাচ্ছে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়