শাহীন খন্দকার: [২] বৃহস্পতিবার (২৫ জুলাই) স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো চলাচলের কথা থাকলেও কমলাপুর স্টেশন ছেড়ে যায়নি একটি ট্রেনও। কারফিউ শিথিল থাকা অবস্থায়ও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, ট্রেন চলাচল কর্তৃপক্ষ।
[৩] বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, আজ স্বল্প দূরত্বের কয়েকটি ট্রেন চলাচলের কথা ছিল। কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করেছে। সকাল থেকে একটি ট্রেনও স্টেশন ছেড়ে যায়নি।
[৪] এর আগে বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেছিলেন, কারফিউ শিথিল সময়টাতেই তারা স্বল্প দূরত্বের ট্রেন চালাবেন। সম্পাদনা: কামরুজ্জামান
এসবি২
আপনার মতামত লিখুন :