সুজন কৈরী: [২] বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া প্রধান সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় কিছুক্ষণের জন্য বন্ধ হয় পদ্মা সেতুর যান পারাপার। পরে র্যাব ও পুলিশ তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
[৩] বুধবার দুপুরে র্যাব থেকে পাঠানো বার্তায় জানানো হয়, কোটা সংস্কার আন্দোলনকারীদের দ্বারা সাময়িক সময়ের জন্য পদ্মা সেতু বন্ধ হয়। পরে র্যাব ও পুলিশের মাধ্যমে চালু হয় পারাপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে ওই এলাকায় র্যাবের অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে।
[৪] মঙ্গলবার সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক শিক্ষার্থী। পরে রাতে দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসবি২
আপনার মতামত লিখুন :