শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

মোস্তাকিম স্বাধীন: [২] হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ ও আধুনিকায়নের সব ধরনের কাজ শেষ পর্যায়ে । তিনতলা বিশিষ্ট ২ লাখ ৫৬ হাজার বর্গফুট আয়তনের থার্ড টার্মিনালটি বিশ্বের বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন একটি স্থাপনা হিসেবে মর্যাদা পেতে যাচ্ছে । 

[৩] ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাত্রীরা সহজেই স্বল্পতম সময়ে পৌঁছে যাবেন এই টার্মিনালে। তৃতীয় টার্মিনালটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে যাত্রীদের ভেতরে ঢুকতে ও বের হতে কোনো সমস্যা না হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে,  ভূগর্ভস্থ রেলপথ ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গে একটি টানেলের মাধ্যমে সংযুক্ত হবে টানেলটি। (ইনফো টক বিডি)         

[৪] এ বছরের অক্টোবরের মধ্যে টার্মিনালের শতভাগ কাজ ও হস্তান্তর  প্রক্রিয়া শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের আংশিক ব্যবহারের জন্য খুলে দেন । (বাংলা ট্রিবিউন) 

[৫] বেসামরিক বিমান চলাচল  কর্তৃপক্ষের (বেবিচক) উর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, অক্টোবরেরই  টার্মিনালটি চালু করার চেষ্টা চলছে। টার্মিনালের কিছু কাজ সম্পন্ন করতে যে অর্থ সংকট ছিলো তা দূর হয়েছে । (দেশ রূপান্তর ১৫-০৭-২০২৪)

[৬] প্রথম ধাপে ১২টি বোর্ডিং ব্রিজ চালু হচ্ছে । 

[৭] ২১ হাজার কোটি টাকা নির্মাণ ব্যয়ের মধ্যে ১৬ হাজার কোটি টাকা ঋণ  সহায়তা দিচ্ছে জাপান সরকার । 

[৮] এই টার্মিনালে একসঙ্গে ৩৭ টি উড়োজাহাজ পার্ক করা যাবে । এছাড়া ১৬টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকছে এক হাজার ৪৪টি। তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী সেবায় তিনগুণ এবং কার্গো ব্যবস্থাপনায় দ্বিগুণ সামর্থ বাড়বে বলে আশা করছে বেবিচক। (ডেইলি স্টার)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়