শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৮:১৩ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২২, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে ট্রাকের ধাক্কা

পদ্মা সেতুতে ট্রাকের ধাক্কা

মিনহাজুল আবেদীন: কোরবানীর গরু বোঝাই ট্রাকের ধাক্কায় ফের পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ২ নম্বর বুথের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ওই ট্রাকটি টোল প্লাজায় ধাক্কা দেয়। পরে টোলের দায়িত্বরত কর্মকর্তারা ট্রাকটিকে প্রথমে আটকে রাখলেও পরে ছেড়ে দেয়।

জাজিরা প্রান্তের টোলপ্লাজার কর্মকর্তা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাসের ধাক্কায় জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার ৩ নম্বর বুথের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিলো। ফের মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকাগামী ভাঙা-সদরপুর থেকে ছেড়ে আসা কোরবানীর গরু বোঝাই একটি ট্রাক নিয়ে ২ নম্বর বুথের দিকে দ্রুতগতিতে ব্যারিয়ারে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ব্যারিয়ারের নলব্যারি বাঁকা হয়ে যায়। পরে সেখানে দায়িত্বরত কর্মকর্তারা ওই ট্রাকটিকে কিছুক্ষণ থামিয়ে রাখে ছেড়ে দেয়।

ট্রাক চালক মো. শাহ আলম শেখ বলেন, মূলত ট্রাকের ব্রেক পাইপ ফেটে যায়। টোল ঘরে আসার আগেই ব্রেক কষা হয়। কিন্তু ব্রেক ধরে না। ৩/৪ বার ব্রেক কষার পরেও ট্রাকটি ব্যারিয়ারে গিয়ে ধাক্কা লাগে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে টোল চলমান থাকা অবস্থায় পশুবাহী একটি ট্রাক ২ নম্বর কাউন্টারের নলব্যারিতে আঘাত করে। তাতে নলব্যারি কিছুটা বাঁকা হয়ে গেছে। তবে এখন ওই কাউন্টারটি সচল রয়েছে। বাংলানিউজ ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়