মাজহারুল ইসলাম : পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি সোমবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে গেছে বেলা সাড়ে ১১টায়। ট্রেনটি সাত নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার ঠিক ১০ মিনিট আগে যাত্রীদের জানানো হয়, ‘ট’ বগিটি বিকল হওয়ায় সেটি রেখেই ছেড়ে যাবে ট্রেন।
কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, বগিটির গিয়ার সংশ্লিষ্ট একটি সমস্যা হয়েছে। যেটি চললে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই ট্রেনটি বগিটি ছাড়াই ছেড়ে গেছে। এ ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ বগি সংযুক্ত করি। কিন্তু আমাদের কাছে সোমবার অল্টারনেটিভ বগি ছিল না। ১০৫ জনের মতো যাত্রী ছিল ওই বগিতে। আমরা তাদেরকে রিফান্ড নিতে বলেছি।
আপনার মতামত লিখুন :