শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান ◈ ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’ ◈ গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে সংবিধানে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশ  ◈ ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ সিদ্দিক! ◈ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা ◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৪, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিনও নাড়ির টানে বাড়ি ফিরছে অনেকে

শাকিবুল হাসান: [২] ঈদের আগে বাড়ি ফিরতে ঢাকা ছাড়ার স্রোত ছিল। সে সময় অনেকেই ফিরতে পারেননি নিজ ঘরে। এবার তারা ভোগান্তি ছাড়াই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকাল থেকে রাজধানী ছাড়ছেন অনেকেই।

[৩] ঈদের দিনও নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষজন। ঈদের ছুটি শুরু হওয়ার পর নানা কারণে যারা ঢাকা ছাড়তে পারেননি অনেকে। বৃহস্পতিবার আজ ঈদের দিন  বাড়ি ফিরছেন তারা। 

[৪] রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, রংপুরগামী আহাদ পরিবহন গাবতলী ব্রিজের আগে দাঁড়িয়ে যাত্রী তুলছে। এই গাড়ির কয়েকজনের সঙ্গে কথা হয়। কথার ফাঁকে তারা তুলে ধরেন দেরিতে বাড়ি ফেরার নানা কারণ। নিউজ বংলা

[৫] বৃহস্পতিবার মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঘরমুখো মানুষের ঢল নেমেছে টার্মিনালে। ঈদের নামাজ শেষ করেই বাস ধরতে চলে এসেছেন অনেকে। বাসের কর্মচারীরাও যাত্রীদের হাঁকডাকে ব্যস্ত সময় পার করছেন। কিছু কিছু বাস কাউন্টার বন্ধ থাকলেও অধিকাংশ কাউন্টারই খোলা।  

[৬] ভোর থেকে যাত্রীর কেমন চাপ জানতে চাইলে গাবতলী ব্রিজের পাশের স্থানীয় দোকানদার মো. মুসা বলেন, ‘আজ খুব কম মানুষ বাড়ি যাচ্ছে। মানুষ যা পাচ্ছে তাতে করেই বাড়ি ফিরছে। গাবতলী থেকে ছেড়ে যাওয়া গরুর ট্রাকে অনেকে বাড়ি গেছে ভোরের দিকে। এখনো যাচ্ছে।’

[৭] মেহেদি হাসান বলেন, ভেবেছিলাম ঈদের আগ পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এখন দেখছি ঈদের দিনও নেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না।

[৮] এ প্রসঙ্গে আরাফ পরিবহনের টিকিট বিক্রেতা মো. জসিম বলেন, যে কয়টা বাস যাবে, সবগুলোই খালি ফিরবে। তাই একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ঈদের ছুটি শেষ হলে আবার আগের মতোই ভাড়া নেওয়া হবে। সম্পাদনা : কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়