শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৫ জুন, ২০২২, ০১:৪৫ রাত
আপডেট : ২৫ জুন, ২০২২, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতু উদ্বোধন: গানে গানে মাতিয়ে তুলছেন মাঝি-মাল্লারা (ভিডিও)

গানে গানে মাতিয়ে তুলছেন মাঝি-মাল্লারা

ডেস্ক রিপোর্ট: শনিবার (২৫ জুন) উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। আর এ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে তিন চাকার গাড়ির ওপর বানানো হয়েছে কাঠের তৈরি বাহারি রঙের এক নৌকা। সেই নৌকাটিতে গান গেয়ে ও নাচের মাধ্যমে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের পদ্মা সেতুর উদ্বোধন স্থলের আশেপাশে মাতিয়ে রাখছেন ৩০ জন মাঝি মাল্লা। যুগান্তর

শুক্রবার (২৪ জুন) বিকালে উদ্বোধন স্থলে গিয়ে দেখা যায়, পদ্মা সেতু উদ্বোধন স্থলে নৌকায় গান গেয়ে মাতিয়ে তুলছেন নৌকার মাঝি মাল্লারা। কেউ বৈঠা বইছেন; কেউবা গান পরিবেশন করছেন। এ সময় দেখতে শতশত লোক ভিড় জমিয়েছেন নৌকাটির আশেপাশে।

নৌকার নেতৃত্ব দেওয়া জালাল উদ্দিন বলেন, আমরা রাজবাড়ীর স্থানীয় এমপি জিল্লুল হাকিমের উদ্যোগে ৩০ জন মাঝিমাল্লা নিয়ে সভাস্থলে এসেছি। এখানে আমরা ৪ দিন ধরে নৌকায় গান গেয়ে ও নাচের মাধ্যমে সভাস্থল মাতিয়ে রাখছি।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মা সেতুর মতো সাহসী উদ্যোগকে স্বাগত জানান। তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

সভাস্থলে চারপাশে হাজার হাজার উৎসুক জনতা বলেন, তারা নৌকায় পদ্মা সেতু নিয়ে বাহারি গান ও নাচের মাধ্যমে মাতিয়ে রাখছেন সভাস্থল। বিনোদন দিচ্ছেন মানুষদের।

ভিডিও: যুগান্তর অনলাইন ইউটিউব চ্যানেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়