মোস্তাফিজুর রহমান: রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড রেলক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় পথচারী মো. শাহাবউদ্দিন হাওলাদার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ীর ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সুত্রধর বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাহাবউদ্দিন হাওলাদার মাদারীপুর জেলার শিবচর উপজেলার রাজার চর মোল্লাকান্দি গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।
আপনার মতামত লিখুন :