শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: ‌‌‍‘শুধু ভারতের ইস্যু নয়, নিজেদের স্বার্থের দিকেও নজর রাখবে ট্রাম্প প্রশাসন’ ◈ এবার কেমিক্যালে চুবিয়ে বাজারজাত করা হচ্ছে জলপাই ◈ মেয়েদের বক্সিং খেলায় পুরুষের স্বর্ণ পদক জয় ◈ চ্যাম্পিয়ন্স লিগে বেলগ্রেডকে ৫-২ গোলে হারালো বার্সেলোনা ◈ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফিফা প্রেসিডেন্টের অভিনন্দন ◈ ডেভিড ওয়ার্নার আবার অধিনায়কের দায়িত্বে ফিরলেন ◈ ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিক বিমান বন্দরে গ্রেপ্তার ◈ কোনো অবস্থাতেই কারও উস্কানির ফাঁদে পা দেবেন না : শায়খ আহমাদুল্লাহ ◈ আমি এই নির্বাচনে পরাজয় মেনে নিচ্ছি, কিন্তু লড়াই ছাড়ছি না: কমলা হ্যারিস ◈ ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪০

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:১১ বিকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের পর উত্তর সিটির ৭৫ ভাগ পোস্টার ব্যানার অপসারণ, চলছে কাজ

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, পাঁচ বছর পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এবার ভোট হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীরা তাদের প্রচারণায় পোস্টার ব্যানার ব্যবহার করেছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি দ্রুত সময়ের মধ্যে সব পোস্টার ব্যানার অপসারণ করার জন্য। 

[৩] তিনি আরও বলেন, বিভিন্ন দলের নেতাকর্মীসহ নগরবাসীকে অনুরোধ করেছি নির্বাচন শেষ, আর যত্রতত্র পোস্টার ব্যানার লাগাবেন না। আমরা এই শহরকে নোংরা দেখতে চাই না। আমরা দৃশ্য দূষণ চাই না।

[৪] এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ায় নির্বাচনে আংশগ্রহনকারী প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত পোস্টার ব্যানার ও অন্যান্য প্রচারণা-সামগ্রী ঢাকা উত্তর সিটি অপসারণ শুরু করেছে। ৮ জানুয়ারি সন্ধ্যা থেকে উত্তর সিটির আওতাধীন প্রতিটি অঞ্চলে পোস্টার ব্যানার অপসারণ শুরু করেছে পরিচ্ছন্ন কর্মীরা। 

[৫] সরেজমিনে মঙ্গলবার সন্ধ্যায় বৃহত্তর মিরপুর, মহাখালী, উত্তরা এলাকার অলিগলিতে অপসারণ কাজ চলছে। ভোট শেষ হবার পর থেকে দ্রুত সময়ের মধ্যে উত্তর সিটি এলাকার সকল পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করে শহরের পরিবেশ রক্ষা করা মেয়র আতিকুল ইসলাম বর্জ্য বিভাগকে নির্দেশ দেন।

[৬] মেয়র বলেন, আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেশ কিছু বোর্ডও বসানো হয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। ঢাকার সব উড়াল সড়কের পিলারগুলো চিত্রকর্মের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসএন/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়