শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৫ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপুরা-বাড্ডায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবরোধ

শাহানুজ্জামান টিটু: [২] দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী নবম দফায় ৪৮ ঘন্টার অবরোধ সমর্থনে রাজধানীর রামপুরা থেকে বাড্ডা অভিমুখী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। আজ রোববার সকাল ৭.০০ টায় রাজধানীর রামপুরা ব্রীজ থেকে শুরু হওয়া মিছিলটি মেরুল বাড্ডা গিয়ে রাস্তা অবরুদ্ধ করে এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

[৩] এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন ও আশিক রহমান, সহ সাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমানুল্লাহ আমান, নূর আলম ভূঁইয়া ইমন। বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম। পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, কর্মী সিফাত ইবনে আমিন। মুজিব হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ নিরব,  যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার। সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সমাজসেবা সম্পাদক আবূ জ্বার গিফারী মাহফুজ।

[৪] আরো উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ উবায়দুল্লাহ্ নাঈম, সহ-সভাপতি মোঃ আব্দুল মোতালেব, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, ছাত্রনেতা মাহমুদুল ইসলাম ফরাজী। ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল, সহ সাংগঠনিক সাইদুর রহমান, সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, সদস্য আসাদুল হক আসাদ। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব। হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদ নাজমুল হাসান মিরাজ, শাহবাগ থানা ছাত্রদল নেতা মোঃ শামীম আহমেদ।

[৫] এ সময় অবরোধকারীরা তাদের দাবীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ব্যাক্ত করেন।

এসটি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়