মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর রমনার মৎস্য ভবনের সামনে শুক্রবার (১ ডিসেম্বর) ছিনতাইয়ের শিকার হয়েছেন উদয়ন স্কুলের শিক্ষক মাহমুদা বেগম (৪৬)। এ সময় রিকশা থেকে পড়ে তাঁর ডান পা ভেঙে গেছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
[৩] আহতের স্বামী জহিরুল ইসলাম জানিয়েছেন, তারা স্বপরিবারে দুই রিকশায় করে কাকরাইলে নিকট আত্বীয় আন্তর্জাতিক ট্রাইবুনাল এর এক বিচারপতি'র (আবু আহমেদ জমাদার) বাসভবনে উদ্দেশ্যে যাচ্ছিলেন।
[৪] এক রিকশায় ছিলেন তারা স্বামী স্ত্রী দু'জন, অন্য রিকশায় সন্তানরা। তিনি জানান, তাদের রিকশাটি যখন মৎস্য ভবনের সামনে দিয়ে কিছু দুর যেতেই একটি মোটরসাইকেলে দু'জন মাহমুদার হাতে থাকা ব্যাগটি থাবা মেরে ছিনিয়ে নেয়। সে সময়ে রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে বিকেলে ঢামেক হাসপাতালে নেয়া হয়।
[৫] হাসপাতাল সুত্রে জানাগেছে তার ডান পা ফ্যাকচার হয়েছে। সেখানে তাকে চিকিৎসাধীন রয়েছেন।
[৬] তিনি বলেন, ঐ ব্যাগটিতে দু-এক টি কাপড়া ছাড়া তেমন মুল্যবান কিছু ছিল না।
[৭] রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সংবাদ শুনে হাসপাতালে আসেন। আহতের খোঁজ খবর নেন। তিনি জানিয়েছেন , আহতের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :