নিজস্ব প্রতিবেদক: [২] নাশকতার মামলায় ওয়ারী থানা বিএনপি'র যুগ্ন আহবায়ক মো. সাইদুজ্জামান ওরফে রাজাকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। রোববার বেলা পৌনে চারটার দিকে গ্রেপ্তার করা হয়।
[৩] গ্রেপ্তার সাইদুজ্জামান ওয়ারী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামী বলে জানিয়েছে র্যাব।
[৪] র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাইদুজ্জামান বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। এছাড়া তিনি ইতোপূর্বে রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী, ওয়ারী ও মতিঝিল এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা গেছে।
[৫] গ্রেপ্তার সাইদুজ্জামানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসকে/এনএইচ
আপনার মতামত লিখুন :