শিরোনাম
◈ ‘মেগা বাঁধ’ ঘিরে চীন-দিল্লি উত্তেজনা ◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান (ভিডিও) ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:১৩ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটির দিনে কোথাও যানজট, কোথাও ফাঁকা

মুযনিবীন নাইম: [২] চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চলছে একের পর এক হরতাল-অবরোধ। তবে অবরোধ মুক্ত থাকছে শুক্র ও শনিবার। এরমধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে ঢাকার সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। কোনো কোনো সড়কে যানজট দেখা গেছে। তবে গণপরিবহনের সংখ্যা ছিল কিছুটা কম।

[৩] শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র।

[৪] এর মধ্যে পল্টন, মতিঝিল, গুলিস্তান, কাকরাইল, শান্তিনগর এলাকায় গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। এসব সড়কে তেমন যানজটের দেখা মেলেনি। তবে রামপুরা থেকে হোটেল তাঁজ পর্যন্ত কিছুটা যানজট ছিল। এছাড়া বাড্ডাতে যানবাহনের চাপ থাকলেও হাতিরঝিল ছিল ফাঁকা।

[৫] এছাড়া ঢাকা মেডিকেল কলেজ, বকশীবাজার ও হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখে যান চলাচল ছিল স্বাভাবিক। তেমন যানজট দেখা যায়নি। অপরদিকে চিটাগাং রোড, রায়েরবাগ, শনির আখরা সড়কে স্বাভাবিক ছিল যান চলাচল।

[৬] অন্যদিকে, শুক্রবার হওয়ায় নিউ মার্কেট ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মানুষের ভিড় দেখা গেছে। এতে করে সাইন্সল্যাব, কারওয়ান বাজার মোড়, সোনারগাও, এলিফ্যান্ট রোডে যানজটে পড়তে হচ্ছে। সেই যানজট আবার ফার্মগেট, বাংলামোটর ও পান্থপথে ছড়িয়েছে। এছাড়া মগবাজার, বাংলামোটর, শাহবাগ সড়কে ও গাড়ির চাপ ছিল।

[৭] তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক। সকালে যান চলাচল কম থাকলেও বিকেলের পর কিছুটা বেড়েছে। সম্পাদনা: তারিক আল বান্না

এমএন/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়