শিরোনাম
◈ সাফজয়ী নারী দলকে বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার দেবে  ◈ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা ◈ ৪৩ লাখ কার্ড বাতিল হয়নি, যে ব্যাখ্যা দিলেন টিসিবির মুখপাত্র ◈ চূড়ান্ত সিদ্ধান্ত, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ◈ ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি ◈ প্রত্যেককে একটি ম্যাসেজ দিতে হবে, ভোট হতে হবে, কোনো আপস নাই : তারেক রহমান  ◈ বলপূর্বক অন্তর্ধানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিশনকে সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার ◈ কুমিল্লায় সাবেক এমপি বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ গ্রেপ্তার ২ ◈ নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের ◈ ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ জুন, ২০২২, ০৫:১২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২২, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ 

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ 

শাহীন খন্দকার: নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না জানিয়ে ঢাকার মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পোশাক শ্রমিকরা।শনিবার সকাল ১১টার দিকে মিরপুর ১৩ নম্বরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। তাদের দাবি, হয় বেতন বাড়াতে হবে, নয়তো নিত্যপণ্যের দাম কমাতে হবে।

সারজ নামে এক পোশাক কারখানার শ্রমিক নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ডিমের দাম ১৫ টাকা, কিভাবে বাঁচব? মালিককে বলেছি বেতন বাড়াতে, কিন্তু বেতন বাড়াচ্ছেন না। তাহলে কী করব আমরা? তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। এপেক্স, এমবিএম, সারজ, ভিশন, আইডিএস, কলকা, ঝুকি, ডিমক্স কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নামলে রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকাল সাড়ে তিনটার সময়ও মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বর গোলচত্বরে শ্রমিকদের অবস্থান নিতে দেখা গেছে। এদিকে গত বৃহস্পতিবারও একই দাবিতে আন্দোলন হয়েছিল জানিয়ে কলকা পোশাক কারখানার শ্রমিক ফয়সাল বলেন, একজন হেলপারের নূন্যতম বেতন ৮ হাজার টাকা, এই টাকায় কি ঢাকায় চলা যায় ? তিনি আরো বলেন বাড়িতে রয়েছে বৃদ্ধা মা ও বাবা এবং ভাই-বোন।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত আনন্দোলন চলমান ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়