শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৩ জুন, ২০২২, ০২:৩৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২২, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারও পালিয়েছে কৃষি মার্কেটের ব্যবসায়ীরা

মোহাম্মদপুরে কৃষি মার্কেট

শরীফ শাওন : দেশে চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন পর্যায় থেকে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে দোকানে শত শত বস্তা চালের মজুত রেখেই পালিয়ে যান ব্যবসায়ীরা। এর আগে ৩১ মে অভিযান পরিচালনাকালেও পালিয়েছিলেন ব্যবসায়ীরা। 

শুক্রবার (৩ জুন) কৃষিমার্কেটে চালের আড়তে অভিযান পরিচালনা করেন অধিদপ্তওে উপপরিচালক বিকাশ চন্দ্র দাম এবং সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। এসময় দোকানিদের ফিরে আসার আহ্বান জানানো হলেও তারা সাড়া দেননি। 

বিকাশ চন্দ্র জানান, আমরা আজ এসেছি চালের দাম কেন বেড়েছে, তার খোঁজ নিতে। আমাদের আসার খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান থেকে পালিয়ে যান। চাল যে দামে কেনে, সেখান থেকে দোকান পর্যন্ত আসতে প্রতি কেজিতে ব্যবসায়ীদের আরও দুই টাকা খরচ হয়। পরে এক টাকা (প্রতি কেজি) লাভে সেই চাল বিক্রি করেন তারা। যদিও মূল্য তালিকায় প্রতি কেজিতে ১০-১২ টাকা বেশি দেখা গেছে।

অভিযানে মূল্য কারসাজি, চাল ক্রয়ের রশিদ না রাখা, মূল্য তালিকা হালনাগাদ না করে বেশি মূল্যে চাল বিক্রয় করায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। এর মধ্যে আনোয়ার ট্রেডার্স ও মদিনা রাইস এজেন্সিসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা হারে এবং সাইকা রাইস এজেন্সিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়