শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৩, ০৭:১৯ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৩, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে ওয়ার্কশপ শ্রমিক নিহত

ছবি সংগৃহীত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহতের নাম হাসান হাওলাদার (৩২)। সে সায়েদাবাদ এলাকার ওয়ার্কশপ শ্রমিক বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী বিদ্যুৎ গলিতে এ ঘটনাটি ঘটে।

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই, আনাছ উদ্দিন তিনি বলেন, কে বা কারা ঐ যুবকের বুকের নিচে বাম পাশে, বাম হাতসহ এলোপাথাড়ির ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, প্রাথমিক ধারণা করা যায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পটুয়াখালী জেলার সদর গোফখালী গ্রামের মুন্নাফ হাওলাদারের ছেলে বলে জানা গেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়