শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৩, ১২:০৯ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৩, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ তলা ভবন থেকে পড়ে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর রমনার ইস্কাটন রোডে বাসার ১৪ তলা ভবন থেকে পড়ে ফারজানা আক্তার মালা (২১) নামে  সিদ্ধেশ্বরী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ভবনের ১৩ তালায় পরিবারের সাথে থাকতো ফারজানা। সে সিদ্ধেশ্বরী কলেজের অনার্সের  ম্যানেজমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম এসব নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাসার সামনে থেকে মালার বোন বুশরার সহায়তায় মরদেহটি শনাক্ত ও উদ্ধার করি। মাথা, হাত, পাসহ বিভিন্ন স্থানে গভীর কাটা চিহ্ন ও জখম রয়েছে।’

তিনি প্রথমিক জিজ্ঞাসাবাদে ও আশপাশের পরিবেশ পরিস্থিতি দেখে জানতে পেরেছেন, ফারজানা আজ বেলা আনুমানিক সাড়ে বারোটার দিকে ১৪ তলা থেকে নিচে পড়ে আহত অবস্থায় মারা যায়। তিনি জানান, মৃত্যুটি যে ভাবেই হোক না কেন? এর সঠিক কারণ তদন্ত ও  ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানাযাবে। মঙ্গলবার রাতে তার লাশ মর্গে পাঠায় রমনা থানা পুলিশ।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পটুয়া গ্রামের আনোয়ার ইসলাম সাগরের এর মেয়ে।

বর্তমানে  ইস্কাটন রোড স্বপ্নধারা ১৮/বি ভবনের ১৩ তলায় থাকতো। সাত ভাই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়