শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০২ জুন, ২০২২, ০১:০০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২২, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবে কোকা-কোলা ও এসআর এশিয়া

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা

মাজহারুল ইসলাম: আসন্ন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের লক্ষে কাজ করবে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি এশিয়া (এসআর এশিয়া)। এর উদ্দেশ্য হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জোরদার করা। ঢাকা পোস্ট

এই পার্টনারশিপের মূল উদ্দেশ্য বায়ু, পানি ও ভূমি দূষণের মাত্রা কমানোর পাশাপাশি একটি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলা। এছাড়া, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পরিবেশবান্ধব চাকরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যবস্থা করে তাদের জীবনের মান উন্নত করা। 
এ প্রকল্পের প্রাথমিক সময়সীমা ১২ মাস। এর মাধ্যমে প্রথম ৬ মাসের পাইলট সময়সীমার মধ্যে ১৮০০ টন পেট সংগ্রহ ও রিসাইকেল করা হবে। পাশাপাশি, ১৩ কোটি ৭০ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করবে প্রকল্পটি। 

এসআর এশিয়ার কান্ট্রি ডিরেক্টর সুমায়া রশিদ বলেন, চমৎকার কিছু নীতিমালা থাকার পরেও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সমস্যায় ভুগছে। এর সমাধানের জন্য সরকারি ও বেসরকারি দুই ধরনের উদ্যোগ জরুরি। বিশেষত, বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য বেসরকারি খাতকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। 

দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া ম্যাডসবার্গ বলেন, বাংলাদেশের বর্জ্য সংগ্রহ ব্যবস্থা একটি অনানুষ্ঠানিক ব্যবস্থা এবং এটি ব্যাপকভাবে স্বীকৃত নয়। প্রোগ্রামটির মাধ্যমে আমরা এই অনানুষ্ঠানিক ব্যবস্থাকে আনুষ্ঠানিক ব্যবস্থার সাথে যুক্ত করতে চাই। ইতোপূর্বে, ব্র্যাককে ‘বন্ধন’ ক্যাম্পেইনে সহায়তা করেছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন। 

বিশ্বব্যাংকের ‘টুওয়ার্ডস আ মাল্টিসেকটোরাল অ্যাকশন প্ল্যান ফর সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের শহরাঞ্চলে বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ ২০০৫ সালে ৩ কেজি থেকে ২০২০ সালে তিনগুণ বেড়ে ৯ কেজি হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়