শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৩, ০১:১৬ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৩, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে জলাবদ্ধতার বিড়ম্বনা

মাসুদ আলম: ঈদের দিন ভোর থেকেই  রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবারও রাজধানীতে ঝুম বৃষ্টি নেমেছিল। ঈদের তৃতীয় দিন শনিবার সকালে হালকা বৃষ্টি ছিলো। তবে দুপুরে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কও। চরম ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।  

টানা বৃষ্টির কারণে ঘরবন্দী নগরবাসী। বৃষ্টির কারণে খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, পুরান ঢাকা, মিরপুরসহ অনেক এলাকার রাস্তা ডুবে গেছে। উত্তরা, গুলশান, বনানী, তেজগাঁও, ধানমন্ডি, মতিঝিল, মোহাম্মদপুর,  মিরপুর ও হাতিরঝিলের কিছু অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

ভাটারা নুরেরচালার বাসিন্দা জয় বলেন, নুরেরচালা ও বোটঘাট এলাকায় হাঁটু সমান পানি। ঘর থেকে বের হওয়ার পথ নেই। জলাবদ্ধতা এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। অনেক বাসার ভেতরে পানি প্রবেশ করেছে। 

খিলক্ষেতের বাসিন্দা বসির উদ্দিন বলেন, খিলক্ষেত বাজার থেকে কামালের মোড় পর্যন্ত হাঁটু সমান পানি। বৃষ্টির কারণে গত তিনদিন  বাচ্চাদের নিয়ে বের হতে পারিনি। এবারে ঘরবন্দি ঈদ। 

সিএনজি অটোরিকশার চালক সেলিম বলেন, সড়কে পানি জমে যাওয়ার কারণে কয়েকবার ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে যাত্রী নামিয়ে কিছুদূর গাড়ি ঠেলে নিয়ে আসতে হয়েছে। পরে গাড়ি স্টার্ট নিয়েছে। 

শনিবার আবহাওয়া অফিস জানায়, সোমবার থেকে বৃষ্টিপাত কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়