শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ২৩ জুন, ২০২৩, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৩, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর কোরবানির হাটে বিক্রি শুরু, কিছু স্থানে অব্যবস্থাপনার অভিযোগ 

মাজহারুল মিচেল: জমে উঠেছে রাজধানীর কোরবানি হাটগুলোতে শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা। শুক্রবার দেখা গেছে, কোরবানির পশুতে ভরে উঠেছে এসব হাট। ছোট-বড় অনেক গরুই হাটে উঠেছে। এবারও সবার নজর কাড়ার জন্য নানা আকর্ষণীয় নাম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে কালাপাহাড়, পাঠান, নায়ক জায়েদ খান, কাল্লু, হিরো আলম, কালাচান এবং আরো অনেক নাম।  

শ্মশানঘাট হাট পরিচালনা কমিটির সদস্য নূর মোহাম্মদ টিপু বলেন, আমাদের মত রাজধানীর প্রায় সব হাটেরই প্রস্তুতি সম্পন্ন শেষ। 

কোন কোন হাট নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এর মধ্যে খাবার ও গোসলের পানির সংকট, টয়লেট ও অপর্যাপ্ত শোয়ার জায়গা অন্যতম। যদিও হাট পরিচালনা কমিটি ও ইজারাদারেরা ক্রেতা-বিক্রেতাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার কথা প্রচার করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার পবিত্র ঈদুল আজহায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাট বসবে ৯টি স্থানে। উত্তর সিটি করপোরেশন এলাকার পশুর হাট বসবে ১০টি স্থানে। এর মধ্যে থাকছে ডিজিটাল পদ্ধতির স্মার্ট হাট।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্যাপারীরা রাজধানীর বাইরে থেকেই বেশি গরু নিয়ে আসছে এ হাটগুলোতে। তারা জানান, যানজট এড়ানো এবং হাটে পছন্দের স্থান পেতে আগেই চলে আসছেন। তবে শুক্রবার থেকে বিক্রি শুরু হবে।

মূলত বেশি দামে বিক্রির আশায় খামারি ও ব্যাপারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর হাটে গরু আনেন।

রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠের হাটে গরু বিক্রি করতে আসা মো. দুলাল মিয়া বলেন, সাতটা গরু গ্রাম থেকে কিনে ঢাকায় নিয়ে আসছি বেশি দামে বেচতে পারবো।

বনশ্রীর মেরাদিয়া বাজারের সড়কের দুই পাশে সারি সারি গরু রাখা হয়েছে। গত বছরের মতো এবারও মেরাদিয়া হাট সংলগ্ন সড়ক এবং বাড়ির সামনে অবৈধভাবে গরু বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক মহাসড়কের পাশে হাট বসানো প্রসঙ্গে বলেন, হাইওয়ের পাশে গরুর হাট কোনোমতেই বসতে দেয়া হবে না। কেউ বসালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএম/এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়