শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২২ জুন, ২০২৩, ১০:২০ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৩, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার সেলিব্রেশন অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম: রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার চার্টার ডে ও ফেলোশিপনাইট সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে রাওয়াক্লাবে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিষ্ট্রিক- ৩২৮১ এর গভর্নর ইঞ্জিনিয়ার এম.এ.ওয়াহাব। ডিষ্ট্রিক সেক্রেটারিসহ রোটারীর ডিগ্নি টরিজ ও বেশ কয়েকজন গণ্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। গভর্নর তার বক্তব্যে নতুন ক্লাবের কর্মকাণ্ড ও গতিশীলতার ভুয়সী প্রশংসা করেন।

আগত বিশিষ্ট রোটারিয়ানগণ স্ব-স্ব বক্তব্যে-রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার উল্লেখযোগ্য কর্মকান্ডের জন্য অভিনন্দন জানান।

প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন কলার পরিয়ে দেন নতুন প্রেসিডেন্ট রোকসানা সিদ্দিককে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। নৈশভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানের ইভেন্ট চেয়ার ছিলেন গুলশান নাসরীন চৌধুরী। 

আরআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়