শিরোনাম
◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২২ জুন, ২০২৩, ০৯:০৬ রাত
আপডেট : ২২ জুন, ২০২৩, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজারীবাগ টেনারী মোড়ে

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ আহত ২

মোস্তাফিজুর রহমান: হাজারীবাগ টেনারীমোড়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক শিক্ষার্থীসহ দুই জন আহত হয়েছেন। তারা হচ্ছেন, ইয়াফিজ মারাফত (১৪) ও সাব্বির মোল্লা (১৫)। তাদের কে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকালে সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহতদের বন্ধু দীন ইসলাম জানান, আমরা আজিমপুর কলোনী'র মাঠে খেলাধুলা শেষে লেগুনায় চড়ে হাজারীবাগ রায়ের বাজার  নীমতলা বাসায় ফিরছিলাম। পথিমধ্যে লেগুনার ভিতর প্রতিপক্ষের সাথে তুই-তুকারি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ফোন করে আরও ছেলেদের সংবাদ দেয়।

টেনারীমোড় পৌছানো মাত্র তামজিদ গ্রুপের সিহাব, শিশির সহ ১০/১২ জন, সাব্বির বুকে ও ইয়াফিজ এর হাতেসহ কয়েকস্থানে ছুরিকাঘাত করে।

আহতদের বাড়ি একই এলাকার। ইয়াফিজ স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। সাব্বির জুতার একটি কারখানার শ্রমিক। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। সম্পাদনা: নাহিদ হাসান

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়