শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ২২ জুন, ২০২৩, ১২:১৪ রাত
আপডেট : ২২ জুন, ২০২৩, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাঠিচার্জ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ

নিউজ ডেস্ক: সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। ঢাকা পোস্ট

বুধবার রাত সাড়ে ৯টার দিকে লাঠিচার্জ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বুধবার রাত ৮টা ১৪ মিনিটের দিকে সড়ক অবরোধ ছেড়ে দেওয়ার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেয় পুলিশ।

এ সময় এডিসি শাহেন শাহ্ বলেন, আপনারা আজ দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আপনাদের ১০ মিনিট সময় দিচ্ছি। এই ১০ মিনিটের মধ্যে অবরোধ তুলে না নিলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব।

তিনি শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে আরও বলেন, আপনারা যারা এখানে আছেন সড়ক ছেড়ে নিরাপদে বাড়ি চলে যাবেন। আমরা চাই আপনাদের আন্দোলন সফল হোক। আপনারা সফলতার মুখ দেখুন। আমরা বিশ্বাস করি, এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা কোনো বিশৃঙ্খলা না করে অল্প সময়ের মধ্যে রাস্তা ছেড়ে দেবেন। অন্যথায় আমরা আইনি প্রক্রিয়া গ্রহণ করতে বাধ্য হব। তাই আপনাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

কিন্তু আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার না করায় অবশেষে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ শিক্ষার্থীকে আটক করা হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। 

এদিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ায় নিউমার্কেট এলাকায় পুনরায় যান চলাচল শুরু হয়েছে। 

এর আগে দুপুর ১২ টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সাত কলেজের শিক্ষকরা এসে আলোচনার জন্য শিক্ষার্থীদের ইডেন কলেজের সামনে নিয়ে আসেন। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট)  অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে দেখা করতে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে। আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করে। আলোচনা শেষে শিক্ষার্থীদের ছয়টি দাবি মেনে নিলেও একটি মানেনি প্রশাসন৷ তাই এক দফা দাবিতে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেতে এসে পুনরায় অবরোধ করেন শিক্ষার্থীরা৷

রাস্তা থেকে সরে যাওয়ার জন্য পুলিশ এবং সাত কলেজের শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হয়। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকায় তাদের সড়ক থেকে সরানো যায়নি। অবশেষে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়