শিরোনাম

প্রকাশিত : ১৯ জুন, ২০২৩, ১২:২৩ রাত
আপডেট : ১৯ জুন, ২০২৩, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্ট্রাল হসপিটালে রোগী টানতে অনলাইনে পোস্ট না করার নির্দেশ

মাজহারুল ইসলাম: নিজেদের রোগী বাড়াতে ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস পোস্ট করা থেকে বিরত থাকতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনা দিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (১৮ জুন) সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম. এ. বি. সিদ্দিকের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: জাগোনিউজ

নোটিশে বলা হয়, হসপিটালের সব বিশেষজ্ঞ চিকিৎসকের অবগতির জন্য জানানো যাচ্ছে, নিজেদের প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস পোস্ট করে রোগী বা অভিভাবকদের আকর্ষণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সূত্র: বাংলানিউজ২৪

নোটিশে বলা হয়, এ ধরনের কোনো কার্যকলাপ নিজে বা তার নিয়োজিত কোনো ব্যক্তি দ্বারা সম্পাদন করলে, ওই বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে হসপিটাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

উল্লেখ্য, সেন্ট্রাল হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. সংযুক্তা সাহার ফেসবুকে লাইভ ও নানা ধরনের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে সেখানে চিকিৎসা নিতে আসতেন রোগীরা। গর্ভাবস্থায় মাহবুবাও সংযুক্তা সাহার অধীনে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালটির ভুল চিকিৎসায় মাহবুবা রহমান আঁখি ও তার সদ্যজাত সন্তানের মৃত্যুর ঘটনায় সমালোচনার মুখে এ নির্দেশনা দিয়েছে হাসপাতালটি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়