শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৯:১৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনে ছেলে হত্যার বিচার চেয়ে রাতে মারা গেলেন মা

মাজহারুল ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নেতা দুরন্ত বিপ্লবের রহস্যজনক মৃত্যুর পর তার মা রোকেয়া আক্তার খাতুনও (৭০) মারা গেছেন। সূত্র: আরটিভি অনলাইন

এর আগে গত শনিবার দুরন্ত বিপ্লবের মৃত্যু নিয়ে ‘জাস্টিস ফর দুরন্ত বিপ্লব’ নামে একটি বই প্রকাশ ও হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুরন্ত বিপ্লবের মা। ছেলে হত্যার বিচার না হওয়ার আক্ষেপ নিয়েই রাত দেড়টার দিকে মারা যান রোকেয়া আক্তার। ওইদিন দিবাগত রাত পৌনে ২টার দিকে ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন দুরন্ত বিপ্লবের বোন শাশ্বতী বিপ্লব। সূত্র: বাংলানিউজ২৪ ডট.কম

রোববার সকালে আরেক স্ট্যাটাসে তিনি জানান, দুরন্ত বিপ্লব আমার মায়ের প্রথম সন্তান। তাকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। পাশাপাশি আমরা মৃত্যুর সঠিক তদন্তের জন্য দুই মাস ধরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিলাম; কিন্তু কোনো সহায়তা পাচ্ছিলাম না। এই বিষয়টা নিয়েও মা অনেক কষ্ট পেতেন।

এদিকে দুরন্ত বিপ্লবের মৃত্যু নিয়ে তদন্তের অসংগতি এবং অমীমাংসিত প্রশ্নগুলো সামনে রেখে একটি বই সংকলন করেছেন তার বোন শাশ্বতী বিপ্লব। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জাস্টিস ফর দুরন্ত বিপ্লব’ নামে সংকলনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুরন্ত বিপ্লবের মা। ছেলে দুর্ঘটনায় মারা যাননি উল্লেখ করে এর পক্ষে নানা বিষয় তুলে ধরেন তিনি। সূত্র: কালবেলা অনলাইন

প্রসঙ্গত, ২০২২ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাড়িতে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এর দুদিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করে তার পরিবার। এরপর ১২ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলাঘাট এলাকার বুড়িগঙ্গা থেকে ভাসমান একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা এটিকে দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করেন। সম্পাদনা: এল আর বাদল

এমআই/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়