শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ৩০ মে, ২০২২, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২২, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- আরোহী ফাহিম হোসেন (২০), চালক মো. মামুন (২৫)। সোমবার সকাল ১০টার দিকে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন বলন, মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুত গতিতে চালানো মোটরসাইকেলটি নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে করে মোটরসাইকেলে থাকা দুই যুবক ছিটকে রাস্তা পড়ে। ঘটনাস্থলেই শাহিন মারা যায় ও আরেকজন মারাত্মক আহত হন। পরে আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহিনকে মৃত অবস্থায় আনা হয়েছিলো। অন্যজনকে গুরুতর অবস্থায় আনা হয়। দুর্ঘটনায় তার মাথা থেতলে গেছে। পরে ওই যুবকও মারা গেছেন। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ফাহিম চাঁদপুরের কচুয়ার বাগ শ্রীরামপুর গ্রামের সিএনজি চালক মিজান হোসেনের ছেলে। ফাহিম রঙের কাজ করতেন। সকালে কাজে বের হয়েছিলেন। আর নিহত মামুনের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তার স্বজনদের সংবাদ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়