শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ২১ মে, ২০২৩, ০৪:২৫ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৩, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে গাছ কাটার প্রতিবাদ, আশ্বাস নিয়ে ফিরলেন আন্দোলনকারীরা

পুলিশের বাধার মুখে বঙ্গবাজার মোড়ে আন্দোলনকারীরা

মাজহারুল ইসলাম: রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কে গাছ কাটার প্রতিবাদ ও কর্তন বন্ধের দাবিতে নগরভবনমুখী আন্দোলনকারীদের বঙ্গবাজার মোড়ে আটকে দিয়েছে পুলিশ। প্রথমআলো অনলাইন, আরটিভি

রবিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে গাছ কাটার প্রতিবাদে মিছিল নিয়ে নগরভবন অভিমুখী রওনা দেন আন্দোলনকারীরা। এসময় সরকারি কর্মচারী হাসপাতালের সামনে পুলিশ তাদের বাধা দিলে সেখানেই তারা অবস্থান নেন। এর পরিপেক্ষিতে প্রায় ঘণ্টাখানেক পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ আরও কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবি শোনেন এবং এসকল দাবি পূরণের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বাংলাট্রিবিউন

আন্দোলনকারীদের দাবি শোনার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, উন্নয়ন কাজে কিছু গাছ কাটা পড়েছে। নগরের যে কোনও উন্নয়ন কাজ সিটি করপোরেশনের প্রকোশলী, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়। যেসব গাছ কাটা হয়েছে সেখানে নতুন করে গাছ লাগানো হবে। এছাড়া আন্দোলনকারীদের দাবিগুলো মেয়র মহোদয় নিকট নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ডিএসসিসির এই নির্বাহী কর্মকর্তা।

এর আগে গত ২০ মে বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠের সামনের চত্ত্বরে ‘গাছের জন্য নগর ভবন ঘেরাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ধানমন্ডি সাতমসজিদ সড়কসহ ঢাকার জনপরিসরে উন্নয়নের নামে যখন-তখন গাছকাটা বন্ধ করতে হবে। সড়কের গাছকাটা বন্ধ করে কাটা গাছের স্থানে বৈচিত্র্যময় দেশীয় প্রজাতির গাছের চারা লাগাতে হবে। জনগণের করের টাকায় একবার গাছ লাগানো এবং আরেকবার গাছ কেটে আবার গাছ লাগানোর নতুন প্রকল্প গ্রহণের নামে গাছ-বাণিজ্য বন্ধ করতে হবে। নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বৃক্ষ ও নগরবাসীবান্ধব সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করতে হবে। চ্যানেল২৪

ইনকিলাব জানায়, গত ১৯ মে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সড়ক বিভাগকে তারা রঙ্গন, কামিনী, বাগানবিলাস, চন্দ্রপ্রভা ও কাঞ্চন ফুলের প্রায় ১৫০০ গাছের চারা রোপণ করবেন। ১.৭ কিলোমিটার দীর্ঘ এ সড়ক বিভাগকে গাছ লাগাতে সিটি করপোরেশনের ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়