শিরোনাম
◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার ◈ প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে : জেপি নাড্ডা ◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা

প্রকাশিত : ১৯ মে, ২০২৩, ০২:০৬ রাত
আপডেট : ১৯ মে, ২০২৩, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদাবরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

মোস্তাফিজুর রহমান: রাজধানীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ছুরিকাঘাতে নগদ টাকা মোবাইল ছিনতাই।

আদাবর শেখেরটেক এলাকায় তিন সহপাঠী মাদ্রাসার শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পরেন। 

ছিনতাইকারীরা একজন কে ছুরিকাঘাত করে তাদের নিকট থেকে দুটি মোবাইল ও নগদ এক হাজার টাকা নিয়ে যায়। আহত শিক্ষার্থীর নাম আবু হাশেম (২৩)। বগুড়া জেলার ধনুট উপজেলার শাহাবুদ্দীন এর ছেলে আবু হাসেম।

বৃহস্প্রতিবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে নয় টার দিকে ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থীর সঙ্গে থাকা দুই সহপাঠী আরিফ ও আতিকুল তাকে উদ্ধার করা চিকিৎসার জন্য প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পরে সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসা আরিফ জানিয়েছেন এসব তথ্য।

তিনি আরও বলেন, তারা তিনজনেই শেখেরটেক হাউজিং সোসাইটির ৬,নম্বর রোডে রহমতে আলম মাদ্রাসায় আরবি সাহিত্যে পড়াশোনা করেন।এবং মাদ্রাসাতেই থাকেন।

তিনি বলেন, নামাজ পড়ে বাজার করার জন্য বের হয়েছিলেন তারা, ঐ রোডে মাদ্রাসা থেকে বের হয়ে কিছু দুর যেতেই তিন ছিনতাইকারী তাদের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা দু'জনের মোবাইল নিয়ে যায়।

সে সময়ে আমি একটু এগিয়ে সামনে চলে আসি। তাদের হাতে চাপাতি ছিল। আবু হাশেম প্রতিবাদ করাতে তাকে ছুরিকাঘাত করে,পায়ে হেটে দ্রুত পালিয়ে যায় তারা।

তার বুকে ও হাতে রক্তাক্ত জখম করা হয়েছে। ঢামেকে জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়