শিরোনাম
◈ আপনি কথা বলছিলেন, তাই আমি চুপ ছিলাম : জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো

প্রকাশিত : ১৯ মে, ২০২৩, ০২:০৬ রাত
আপডেট : ১৯ মে, ২০২৩, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদাবরে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

মোস্তাফিজুর রহমান: রাজধানীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ছুরিকাঘাতে নগদ টাকা মোবাইল ছিনতাই।

আদাবর শেখেরটেক এলাকায় তিন সহপাঠী মাদ্রাসার শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পরেন। 

ছিনতাইকারীরা একজন কে ছুরিকাঘাত করে তাদের নিকট থেকে দুটি মোবাইল ও নগদ এক হাজার টাকা নিয়ে যায়। আহত শিক্ষার্থীর নাম আবু হাশেম (২৩)। বগুড়া জেলার ধনুট উপজেলার শাহাবুদ্দীন এর ছেলে আবু হাসেম।

বৃহস্প্রতিবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে নয় টার দিকে ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থীর সঙ্গে থাকা দুই সহপাঠী আরিফ ও আতিকুল তাকে উদ্ধার করা চিকিৎসার জন্য প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পরে সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসা আরিফ জানিয়েছেন এসব তথ্য।

তিনি আরও বলেন, তারা তিনজনেই শেখেরটেক হাউজিং সোসাইটির ৬,নম্বর রোডে রহমতে আলম মাদ্রাসায় আরবি সাহিত্যে পড়াশোনা করেন।এবং মাদ্রাসাতেই থাকেন।

তিনি বলেন, নামাজ পড়ে বাজার করার জন্য বের হয়েছিলেন তারা, ঐ রোডে মাদ্রাসা থেকে বের হয়ে কিছু দুর যেতেই তিন ছিনতাইকারী তাদের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা দু'জনের মোবাইল নিয়ে যায়।

সে সময়ে আমি একটু এগিয়ে সামনে চলে আসি। তাদের হাতে চাপাতি ছিল। আবু হাশেম প্রতিবাদ করাতে তাকে ছুরিকাঘাত করে,পায়ে হেটে দ্রুত পালিয়ে যায় তারা।

তার বুকে ও হাতে রক্তাক্ত জখম করা হয়েছে। ঢামেকে জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়