শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১২ মে, ২০২৩, ০৫:৫২ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৩, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ক্যামব্রিজ আন্তর্জাতিক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

মাসুদ আলম: আইএসপিআর জানায়, বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস) এর তত্তাবধানে ঢাকার ১৬টি ইংলিশ মিডিয়াম স্কুলের ৫৬ জন শিক্ষকদের ২ দিনব্যাপী ক্যামব্রিজ আন্তর্জাতিক শিক্ষক প্রশিক্ষণ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার গোল্ডেন ঈগল নার্সারি, ঢাকার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার এয়ার অধিনায়ক বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও চেয়ারম্যান গভর্নিং বডি বিএএফ সেমস উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে তিনি বিএএফ সেমস এর উক্ত প্রশিক্ষণের উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত অধ্যক্ষ বিএএফ সেমস, ক্যামব্রিজ কান্ট্রি ম্যানেজার বাংলাদেশ, ডাইরেক্টর এক্সাম ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশসহ উপস্থিত সকল প্রশিক্ষাণার্থীদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আইএসপিআর আরও জানায়, ইতিপূর্বে বিএএফ সেমস এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মইনুল হক তার স্বাগত বক্তব্যে কলেজের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি আরও বলেন যে, বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর উন্নতির ক্ষেত্রে বিএএফ সেমসের এ জাতীয় পদক্ষেপে অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যামব্রিজ কান্ট্রি ম্যানেজার বাংলাদেশ এবং ডাইরেক্টর এক্সাম ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। তাদের বক্তব্যে তারা উক্ত প্রশিক্ষণের আয়োজনের জন্য বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ এর ভূয়সী প্রশংসা করেন।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়