শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ০৪ মে, ২০২৩, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৩, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার প্রথম ‘চিফ হিট অফিসার’ হলেন বুশরা আফরিন

বিশ্বজিৎ দত্ত: শহরে তীব্র গরম কমাতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন ও ডিএনসিসির মধ্যে সমঝোতা চুক্তির আওতায় যৌথভাবে এই কাজ চলবে।এ কার্যক্রম পরিচালনার জন্য ‘চিফ হিট অফিসার’ হিসেবে সংস্থাটি নিয়োগ দিয়েছে বুশরা আফরিনকে, যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে।গত বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম গতকাল জানিয়েছেন, আর্শট রকফেলার ফাউন্ডেশন বিশ্বের ৮টি শহরের জন্য ৮জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে।  বুশরা আফরিনকে ঢাকায় নিয়োগ দিয়েছে তারা। সংস্থাটি বুশরাকে অন্য শহরেও কাজ করার জন্য বলেছিল। কিন্তু বুশরা নিজদেশেই কাজ করার আগ্রহ দেখিয়েছে। সে একজন চিফ হিট অফিসার (সিএইচও) হিসাবে কাজ করবে। তিনি এশিয়ার মধ্যে প্রথম একজন চিফ হিট কর্মকর্তা।  তিনি ঢাকার জলবায়ু পরিবর্তন জনিত  তাপমাত্রা কমাতে শহরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বাড়ানো, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন।এ বিষয়ে বিভিন্ন দেশ থেকে তহবিল সংগ্রহ করবেন। তিনি সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তা নন। সেখান থেকে কোন ভাতা বা সম্মানিও পাবেন না।  

বুশরা আফরিন বলেন, ঢাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি জানি তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জরুরি পদক্ষেপের বিকল্প নেই। ঢাকা শহরে তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। তাপমাত্রা বাড়ার ফলে বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসী এবং নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিডি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়