শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৩, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৩, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি শেষে স্বস্তিতে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা 

মাসুদ আলম: প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। পাঁচদিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে আজ সোমবার। তাই  ভোর থেকেই বাস, ট্রেন, লঞ্চযোগে ও নিজস্ব মোটরসাইকেলে ইট-পাথরের নগরীতে ফিরছেন অনেকেই। তবে রাজধানীতে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুবই কম। 

সরেজমিনে দেখা যায়, ঈদের টানা ছুটি শেষ হওয়ায় রোববার  থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফিরছেন তারা। ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি তারা। সড়ক-মহাসড়কে যানজট না থাকলেও বাড়তে শুরু করেছে গাড়ির চাপ। আবার মহাসড়কে চলাচলের অনুমতি থাকায় অনেকে মোটরসাইকেল নিয়েও ফিরছেন। রাজধানী তার পুরোনো চেহারায় ফিরতে শুরু করেছে। অনেক মার্কেটও খুলেছে। এদিকে আবার অনেকে গ্রামেও যাচ্ছেন। 

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে ফিরে আসা যাত্রীর সংখ্যা অনেক কম। অনেকেরই এখনো ছুটি শেষ হয়নি। তবে আগামী শুক্রবার থেকে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়বে। ৪-৫ দিনের মধ্যে রাজধানী পুরনো চেহারায় ফিরবে। 

পটুয়াখালী থেকে ঢাকায় ফেরা ডলি বেগম বলেন, বাড়তি ছুটি নেওয়া হয়নি, তাই চলে আসতে হয়েছে। এবারের ঈদে ভোগান্তি ছাড়াই গ্রামের বাড়ি গিয়েছিলাম। আবার স্বস্তিতে ফিরেছি এতেই ভালো লাগছে। 

রাজীব নামে এক যাত্রী বলেন, অফিস খোলা হওয়ায় ফিরতে হয়েছে। যারা বাড়তি ছুটি নিয়েছে তারা হয়তো আরও কয়েকদিন পর ফিরবে।  এবার ঈদে সব পথেই স্বস্তি। সড়কে আগের মতো যানজট নেই।  পরিবার নিয়ে স্বস্তিতে ঢাকায় ফিরেছি। 

ডিএমপির দারুস সালাম জোনের ট্রাফিক পরিদর্শক পলাশ সরকার বলেন, যাত্রীরা স্বস্তিতে ঢাকায় ফিরছেন। সড়কে যানজট নেই। যানবাহনের চাপও কম। যাদের অফিস খুলেছে তারাই ফিরছেন। আইনশৃঙ্খলা বাহিনীরা তৎপর রয়েছে।

এমএ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়