শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৩, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৩, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে রিয়েল এস্টেট ব্যবসায়ীর আত্মহত্যা

মোস্তাফিজ: রাজধানীর গুলশানে নিজ বাসায় এস. এম. জাহিদুর রহমান (৪৮) নামে  রিয়েল এস্টেট ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। রোববার (২৩ এপ্রিল) সকাল, ৯টায় এ ঘটনাটি ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০ টা ২৫ মিনিটে  তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানিয়েছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শাকির হাসান সৌরভ।

মৃতের পরিবারের বরাদ দিয়ে পুলিশের ঐ কর্মকর্তা বলেন, এসএম জাহিদুর রহমান একজন রিয়েল এস্টেট এর ব্যবসা করতেন। তিনি বলেন, ব্যাবসায় ক্ষতিগ্রস্ত (লছ) হওয়ার পর তিন বছর যাবত শারীরিক অসুস্থ হয়ে পরেন। দেশ বিদেশ বিভিন্ন স্থানে চিকিৎসা করাচ্ছিলেন পরিবার।

রোববার ভোরে ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত ওসমান গনির ছেলে। বর্তমানে গুলশান ২ নম্বর ৫৩ নম্বর রোডে পরিবার নিয়ে থাকতেন।

এম/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়