শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৩, ১১:৩০ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৩, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 শ্যামপুরে স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রী'র আত্মহত্যা

মোস্তফিজুর রহমান: রাজধানীর শ্যামপুরে স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রী দীলরূবা আক্তার পিংকি (২৮) কীটনাশক পানে মৃত্যু হয়েছে । 

শুক্রবার (২১ এপ্রিল) বিকালে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাসুদ মিয়া।

তিনি বলেন, মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

তার স্বামী আবদুল্লাহ শাহীন বলেন, শ্যামপুর চৌরাস্তা, মীর হাজীবাগ বসত বাড়িতে শুক্রবার দুপুরে স্বামী স্ত্রী'র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়, পরে স্ত্রী অভিমান করে গোপনে রাগে ক্ষোভে ঘরে রাখা কিটনাশক পান করে ফেলেন। কীটনাশক পানের বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটায়  উন্নত চিকিৎসার ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এক ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়